করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজ এলাকার আইনজীবীদের পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য, সিনিয়র অ্যাডভোকেট, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার পিরোজপুর আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির ৬৫ জন আইনজীবী ও ২০ জন আইনজীবী সহকারীর মাঝে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে তিন লাখ টাকা সহয়তা প্রদান করা হয়েছে।
মন্ত্রী শ ম রেজাউল করিম এর পক্ষে এই অনুদানের টাকা বিতরণ করেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক চন্ডীচরন পাল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এ হাকিম হাওলাদার, সাবেক পিপি এম শাহআলম, সাবেক সভাপতি আ. রাজ্জাক খান বাদশা, সাবেক সভাপতি ও বর্তমান পিপি খান মো. আলাউদ্দিন।
এ ছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় পিরোজপুর-১ আসনের তিন উপজেলায় শ ম রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অব্যাহত রয়েছে বলে জানা যায়।