সংস্কারের প্রাক্কালে ন্যায়বিচার নিশ্চিতে সাক্ষীদের সুরক্ষা ও খরচা বিষয়ে পদক্ষেপের প্রয়োজনীয়তা এবং করণীয়
আইন কোষ (প্রতীকী ছবি)Search: এর অর্থ সন্ধান, তল্লাশী, খানা তল্লাশীল'ইয়ার্স ক্লাব বাংলাদেশআইন কোষ ২৮ নভেম্বর, ২০১৭ 1 min read0 আবদুল হামিদ: ফৌজদারী কার্যবিধির ৪৭ ধারায়, যাহাকে গ্রেফতার করা হইবে তিনি যে স্থানে প্রবেশ করিয়াছেন, সেই স্থান তল্লাশী, ৫১ ধারায় আটক ব্যক্তির দেহ তল্লাশী এবং ৫২ ধারা মহিলাদের দেহ তল্লাশীর নিয়ম বর্ণিত হইয়াছে। লেখক: জেলা ও দায়রা জজ