সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিনের এখতিয়ার সম্পন্ন ফৌজদারী মোশন বেঞ্চ, রীট মোশন বেঞ্চ, দেওয়ানী মোশন বেঞ্চ এর সংখ্যা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন আইনজীবীরা।
চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার (১৭ জানুয়ারি) পর্যন্ত এসব বেঞ্চ গঠনের জন্য আন্দোলনকারীরা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সময় বেঁধে দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত মানববন্ধনে নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অর্ধবেলা আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়েছিল।
আন্দোলনের আহ্বায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী জানিয়েছেন আগাম জামিনের এখতিয়ার সম্পন্ন ফৌজদারী মোশন বেঞ্চ, রীট মোশন বেঞ্চ, দেওয়ানী মোশন বেঞ্চ এর সংখ্যা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
আইনজীবী মোমতাজ উদ্দিন বলেন, আগামী বৃহস্পতিবার অর্ধবেলা আদালত বর্জনের পরিবর্তে ওই দিন দুপুর ১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির সাহেবের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।
এজন্য দাবির পক্ষে সকল আইনজীবী বন্ধুদেরকে নির্ধারিত দিনে ওই স্থানে উপস্থিত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, আগাম জামিনের এখতিয়ার সম্পন্ন ফৌজদারী মোশন বেঞ্চ, রীট মোশন বেঞ্চ, দেওয়ানী মোশন বেঞ্চ এর সংখ্যা বৃদ্ধির দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন আইনজীবীরা।
আইনজীবীদের দাবি, প্রায় তিন-চার মাস আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। ওই দুই বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পাওয়ার পর থেকেই উচ্চ আদালতের রীট ও ক্রিমিনাল মোশন বেঞ্চ স্থবির হয়ে আছে।