চতুর্দশ সহকারী জজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। এবারে সহকারী জজ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ (তিন) বৎসর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
তবে শর্ত থাকে যে, উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) বা, ক্ষেত্রমত, আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) বিজেএসসি ফরম-১ পূরণ করে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা তথা পরীক্ষার ফি প্রদানের শেষ সময়: আগামী ২১ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৭ ফেব্রুয়ারি রাত এগারোটা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের পর ফি জমা দেওয়া যাবে না।
বিস্তারিত জানতে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দেখুন
এছাড়া প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষার কেন্দ্র এবং সময়সূচি কমিশনের ওয়েবসাইটসহ বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি মারফত জানানো হবে।