চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫ পদের মধ্যে ১০টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয় এবং বাকি ৫ পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাড. মো. আহসান হাবীব এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. আব্দুল্লাহ মামুন বিজয়ী হয়েছেন।
গত রোববার (২৪ জানুয়ারি) রাত ১১টায় ভোট গণনার ফল প্রকাশিত হয়।
এরআগে দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির ভবনে ভোটাররা গোপন ব্যালটে তাদের ভোট প্রয়োগ করেন। এতে ২৯৪ জন ভোটারের মধ্যে ২৯৩জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ১৫টি পদে সর্বমোট ২৯জন প্রার্থী অংশ নেন। রাত ১১টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. ইব্রাহীম খলিল।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাড. মো. আহসান হাবীব ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী পেয়েছেন ১২১ ভোট। ১৮০ ভোট পেয়ে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. আবদুল্লাহ আল মামুন, প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মো. আবদুল্লাহীল বাকী পেয়েছেন ১০০ ভোট।
অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন: সহ-সভাপতি- মো. সহিদ উল্যাহ কায়ছার, জুনিয়র সহ-সভাপতি- এম.এ. হালিম পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. আলম খান মঞ্জু, ফরমস্ সম্পাদক- মো. রেজাউল করিম, লাইব্রেরি সম্পাদক- জেসমিন আক্তার, সমাজ কল্যাণ ও সেমিনার সম্পাদক- মো. মোজাহিদুল ইসলাম সাদ্দাম, জেনারেল অডিটর- মো. নুরুল আমিন খান, রানিং অডিটর- মো. আজিজুল হক হিমেল, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি- মো. আল আমিন হোসেন উজ্জ্বল, রেজিস্ট্রারিং অথরিটি সম্পাদক- রেজাউর রহমান শাওন।
এছাড়া রেজিস্টারিং অথরিটি সদস্য পদে বিজয়ীরা হলেন- মো. শাখাওয়াত হোসেন শেখ, মো. সাফায়েত হোসেন ও শাহাদাত সরকার শাওন।