উৎসবমুখর পরিবেশে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২২ বর্ষের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আইনজীবী সমিতি মিলনায়তনে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, শান্তিপূর্ণভাবে আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ চলছে।
নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন স্বতন্ত্র হিসেবে লড়ছেন। ভোটার তালিকা অনুযায়ী সাড়ে ৫ হাজার আইনজীবী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আবু মোহাম্মদ হাশেম, সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহসভাপতি পদে মো. আজিজ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক পদে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, সহসাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক শিবলি, অর্থ সম্পাদক পদে এম সালাহউদ্দিন মনসুর চৌধুরী রিমু, পাঠাগার সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে তানজিলা মান্নান যুথী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মেজবাহ উদ্দিন দোয়েল।
সমন্বয় পরিষদের সদস্য পদে প্রার্থীরা হলেন- এএনএম রুকনুজ্জামান মুন্না, মো. ফরিদুল আলম, মো. খোরশেদ কামাল, মো. খোরশেদ আলম, মঞ্জুর আলম, রানা মিত্র, সাজেদা বেগম সাজু, সেলিনা আক্তার, শ্যামল চৌধুরী ও জিয়াবুল আলম।
অন্যদিকে ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন-সভাপতি পদে নাজিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি পদে শফিক উল্লাহ, সহসভাপতি পদে কামরুল হাসান নাজিম, সেক্রেটারি পদে আবদুস সাত্তার সরওয়ার, সহসাধারণ সম্পাদক পদে এরশাদুর রহমান, অর্থ সম্পাদক পদে কাজী মো. আশরাফুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক পদে আহমদ কবির, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে লাইলা নুর ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অলি আহমদ।
ঐক্য পরিষদেরসদস্য প্রার্থীরা হলেন- আইনুল কামাল, বিলকিস আরা মিতু, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মোস্তফা করিম, মো. নাজমুল আকবর মাসুক, মো. সাদ্দাম হোসেন, মো. তোহিদুল বারি চৌধুরী, মিনহাজ উদ্দিন, মো. সাদ্দাম হোসেন আজাদ ও তৌহিদুল ইসলাম।
এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিশোর কুমার দাশ। তিনি সমন্বয় পরিষদ থেকে এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।
জানা গেছে, ৯টি সম্পাদকীয়, ১০টি নির্বাহী সদস্যসহ মোট ১৯টি পদে প্রার্থীরা লড়ছেন। সব কটি পদে প্রার্থী দিয়েছে সমন্বয় ও ঐক্য পরিষদ। তবে এবার একজনও প্রার্থী দেয়নি সমমনা সংসদ।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং ৭টি সদস্য পদসহ মোট ১৪টি পদে আওয়ামী লীগের সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করে।
অন্যদিকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও তিনটি সদস্য পদ মিলে বিএনপির সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মোট পাঁচটি পদে জয়লাভ করেছিল। গতবার সভাপতি পদে এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে এএইচএম জিয়া উদ্দিন জয়ী হয়েছিলেন।