জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে আইন বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এলক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পদের নাম: অধ্যাপক
খালি পদ: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর -এর যে কোন এক পর্যায়ে ন্যূনতম ১ম শ্রেণি/সিজিপিএ ৩.৬০ এবং এসএসসি/এইচএসসি -এর যেকোন একপর্যায়ে ন্যূনতম ১ম বিভাগ/জিপিএ ৪.০০ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমতুল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: পিএইচডি/সমমান ডিগ্রিসহ ন্যূনতম ১২ বছরের তন্মধ্যে সহযোগী অধ্যাপক/সমমান পদে ন্যূনতম ৪ বছরের স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অথবা স্বীকৃত উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রকাশনা: স্বীকৃত জার্নালে ন্যূনতম ১০টি প্রকাশনা (এরমধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৪টি) থাকতে হবে। একক নামে প্রকাশিত প্রকাশনাকে অধিকতর গুরুত্ব দেওয়া হবে। অনধিক একটি প্রকাশনার acceptance letter গ্রহণযোগ্য।
বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/-
পদের নাম: প্রভাষক
খালি পদ: ০২
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের এস.এস.সি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) কমপক্ষে মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে এবং এর মধ্যে যে কোন একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। উল্লেখিত যোগ্যতা থাকলেও কেবল উচ্চতর ডিগ্রি, শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা এবং প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
আবেদনের নিয়ম ও ঠিকানা: শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত প্রতিলিপি, সকল গবেষণা/প্রবন্ধ/প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিলকৃত আবেদন ফরম (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.job.jnu.ac.bd পাওয়া যাবে) -এর প্রিন্ট কপিসহ (অধ্যাপক পদের জন্য ১১ সেট এবং প্রভাষক পদের জন্য ৮ সেট) পূর্ণাঙ্গ আবেদনপত্র (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে (ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে/সরাসরি) পৌছাতে হবে।
আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের শেষ সময়: ১৫ মে, ২০২২