বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় ৫ হাজার ২০৯ জন উত্তীর্ণ হয়েছেন।
এনরোলমেন্ট কমিটির নির্দেশে সংস্থার সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী তৃতীয় পরীক্ষকের কাছে নিরীক্ষার জন্য ৩২৪ জনের ফলাফল পেন্ডিং রয়েছে। এছাড়া আরো একজনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
এদিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
এর আগে গত ১৭ জুন নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা ঢাকার ২৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪০ হাজার ৬৯৫ জন প্রার্থী। সনদ পরীক্ষার প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ২৫৭ জন প্রার্থী।
এরপর গত ১৭ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এতে অংশগ্রহণ করেন।