মামলার জট দ্রুত কমাতে কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, দেশে নতুন মামলার তুলনায় নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বেশি।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরপুর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দীর্ঘ ৫০ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটা কমেছে। বর্তমান সময়ে দেশ গতিশীল; এর সঙ্গে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে।
‘এই সময়ে নতুন মামলার থেকে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বেশি। যেসব মামলা ঝুলে আছে সেগুলোও দ্রুত সময়ে শেষ করা হবে।’
অনুষ্ঠানে আপীল বিভাগের রেজিস্টার মো. সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমান এবং শেরপুর জেলা ও দায়রা জজ মো. তৌফিক আজিজসহ স্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।