আজ নারায়ণগঞ্জ যাচ্ছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতি বুধবার (৩ মে) দুপুর ২টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্ট থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
এদিন বিকেলে নারায়ণগঞ্জ আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এরপর নারায়ণগঞ্জ আদালতের বিচার বিভাগীয় কর্মককর্তাদের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান করবেন।
আরও পড়ুন : বিচার বিক্রি করলে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন : ভালো আইনজীবী হতে করণীয় প্রসঙ্গে যা বললেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান,আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে.এম. তোফায়েল হাসান ও প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আরিফুল ইসলাম সফর সঙ্গী হিসেবে থাকবেন।