মারধর ও ভাঙচুরের একটি মামলায় দুই আসামিকে শুনানি ছাড়াই জামিন দেওয়ার ঘটনায় জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৬ আগস্ট তাঁকে হাজির হতে বলা হয়েছে।
হাইকোর্টে রিভিশন আবেদনকারীর আইনজীবী সারওয়ার আহমেদ আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (৮ আগস্ট) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মামলার দুই আসামির জামিন শুনানি ছিল গত ২৬ এপ্রিল। তবে কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইল এক দিন আগেই কোনো রকম শুনানি না করে তাঁদের জামিন মঞ্জুর করেন, যা বেআইনি।
আরও পড়ুন: কাজ কর্মে মনে হয়না আপনি সম্মানজনক বিদায় চান : কক্সবাজার জেলা জজকে হাইকোর্ট
বিষয়টি উচ্চ আদালতকে জানালে দুই আসামির জামিন বাতিল করে বিচারকের কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত মঙ্গলবার হাইকোর্ট ওই বিচারককে ১৬ আগস্ট হাজির হতে বলেছেন।
আরও পড়ুন: নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন কক্সবাজারের জেলা জজ
এর আগেও আইনবহির্ভূতভাবে আসামিদের জামিন দেওয়ার অভিযোগে মোহাম্মদ ইসমাইলকে তলব করেছিলেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। তখন নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পান ইসমাইল।