আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫তলা ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার কাউন্সিলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
প্রস্তুতি সভায় আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (আইন ও বিচার বিভাগ) মো. গোলাম সারোয়ার, যুগ্ম-সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বার কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রবিউল আলম বুদু, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার, উপ-সচিব মো. আফজাল উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে জানানো হয়, বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধনকে কেন্দ্র করে আইনজীবী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। ১৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।