বরগুনার আমতলীতে এক আইনজীবীর শ্বশুরের বাসায় ডাকাতি ও আইনজীবীর মেয়েকে মারধরের ঘটনায় ডাকাত সদস্যদের গ্রেফতার দাবিতে আইনজীবীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন সড়কে বুধবার (১৮ অক্টোবর) এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বরগুনা জেলা আইনজীবী সমিতির নেতারা অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বরগুনা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মঈন পাহলান, সিনিয়র আইনজীবী হরিহর চন্দ দাস, শাহ আলম খান, মো. জসিম উদ্দিন, আলমগীর হোসেন, বাকের খান ও মাহবুবুল আলম এবং ডাকাতদের আক্রমণের শিকার আজরিন হাসান আরোশী প্রমুখ।
গত ১৮ সেপ্টেম্বর রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া বাঁশতলা এলাকার শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশে আইনজীবী আরিফ উল হাসানের শ্বশুর কেএম ইউসুফ জামানের বাসায় ডাকাতি হয়।
ওই রাতে বাড়ির মালিকসহ সাত সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাত দল। বাসায় থাকা দুই লাখ ১১ হাজার টাকা ও প্রায় ১০ ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায় তারা।
রাতেই গৃহকর্তা ইউসুফ জামান আমতলী থানায় ডাকাতি মামলা করেন। পুলিশ শহিদ ফকির নামে এক ডাকাতকে গ্রেফতার করে। এ ঘটনার এক মাস পেরিয়ে গেলেও বাকি ডাকাতদের এখনও গ্রেফতার করা যায়নি।
মানববন্ধনে আইনজীবী সমিতির নেতারা অভিযোগ করেন, ডাকাতির ঘটনার এক মাস পেরিয়ে গেলেও মাত্র এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের এখনও গ্রেফতার করতে পারেনি। তাই দ্রুত ডাকাত সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি লুট করা মালামাল উদ্ধারের দাবি জানান।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।