আদালত অবমাননার মামলায় আপিল বিভাগের রায়ে এক মাস সাজা খাটা দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে তাকে বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন আদালত। এছাড়া রুল শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আরও পড়ুন: বিচারপতিকে নিয়ে অশালীন মন্তব্য, দিনাজপুর পৌর মেয়রকে তলব
এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছিলেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে লাখ টাকা জরিমানা করেন সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: গুরুতর আদালত অবমাননার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়রের জেল-জরিমানা
রায়ে এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ গত ১২ অক্টোবর এ রায় দেন।
আপিল বিভাগের আদেশের পর দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠান আদালত। তখন তিনি এক লাখ টাকা জরিমানাও পরিশোধ করেন।
আরও পড়ুন: বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য: সাজাপ্রাপ্ত দিনাজপুরের পৌরমেয়র কারাগারে
কারাগারে থাকা অবস্থায় গত ৩১ অক্টোবর তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সম্প্রতি এক মাস সাজা খেটে বের হন তিনি। কারাগার থেকে বের হয়ে তার বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম।