মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ১১ জন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ২ জন সহ ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতির আদেশে সোমবার (১৮ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত ২টি পৃথক প্রজ্ঞাপনে বদলিকৃত বিচারকদের দেশের বিভিন্ন বিচারালয়ে পদায়ন করা হয়।
নতুন পদায়নকৃত অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ শেখ আবদুল আহাদকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হিসাবে, বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) এস.এম সাইফুল ইসলামকে ঝিনাইদহের জেলা জজ, লক্ষীপুরের জেলা ও দায়রা জজ মোঃ রহিবুল ইসলামকে ঝালকাঠির জেলা ও দায়রা জজ, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য (জেলা জজ) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সিলেট মহানগর জেলা ও দায়রা জজ, হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) এস.এম নাসিম রেজাকে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ), ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলাকে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ, ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামকে পাবনার জেলা ও দায়রা জজ, কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনকে লক্ষীপুরের জেলা ও দায়রা জজ, চট্টগ্রামে বিভাগীয় স্পেশাল আদালতের জজ মুনসী আবদুল মজিদকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ, ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক (জেলা জজ) মোঃ মঞ্জুরুল ইমামকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এবং হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) সুদীপ্ত দাশকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হিসাবে বদলী করা হয়েছে। একইদিন পৃথক আরেকটি প্রজ্ঞাপনে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম কে লালমনিরহাটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং লালমনিরহাটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এস.এম রেজাউল বারীকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলী করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলী হওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ২১ মার্চের মধ্যে জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ১১ জনকে নিজ কর্মস্থলে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২ জনকে জেলা ও দায়রা জজের মনোনীত কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পন করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।