কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আবু তাহেরের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেন জেলা আইনজীবী সমিতি।
জানা গেছে, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ সেশনে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ করেছে মর্মে বিগত ৩ অক্টোবর তারিখে প্রতিবেদন অনুযায়ী প্রমাণিত হওয়ায় কার্যকরী কমিটি কর্তৃক গঠিত উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কমিটির মতামতের ভিত্তিতে বিগত ৬ নভেম্বর তারিখে বিশেষ সাধারণ সভায় অনুমোদন ক্রমে এবং ২৪ নভেম্বর তারিখে কার্যকরী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহেরের কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ বিষয়ে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, তদন্ত কমিটি প্রতিবেদনে প্রমাণিত হওয়ায় ও সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়।