বগুড়া জেলা অ্যাডভোকেট্স বার সমিতির নির্বাচনে সবকটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদের জন্য গত শুক্রবার (২৯ নভেম্বর) দিনভর ভোট গ্রহণ শেষে রাত সোয়া ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আইনজীবী জহুরুল হক জাফর।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা কোনো প্রার্থী না দিলেও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অন্যদিকে, জামায়াত পূর্ণ প্যানেলে এবং জাসদ সমর্থিত আইনজীবীরা আংশিক প্যানেলে আলাদাভাবে নির্বাচনে অংশ নেন।
ঘোষিত ফলে জানা যায়, ৪৪০ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেলের আইনজীবী আতাউর রহমান খান মুক্তা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফোরাম ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থী আইনজীবী রিয়াজ উদ্দীন পেয়েছেন ১৫৭ ভোট।
৩৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সভাপতির প্যানেলের রফিকুল ইসলাম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত পল্টু-ববি পরিষদের প্রার্থী আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ৩২৯ ভোট।
অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে যথাক্রমে আইনজীবী আতিকুল মাহবুব সালাম, শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক পদে যথাক্রমে আব্দুল মতিন মণ্ডল, এসএম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস আব্দুল্লা-হীল বাকি লিপন নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- আইনজীবী আশাবুদ জামান আশিব, নিউটন খন্দকার, মিন্টু কুমার সরকার, মোস্তফা শাকিল, মৌসুমী আকতার।
এবারের নির্বাচনে ১৩টি পদে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও বাসদ, জাসদের মোট ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।