আইনজীবী সাইফুল ইসলাম আলিফের স্মরণে আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশের সকল আইনজীবী সমিতিতে কালো পতাকা উত্তোলন ও সমিতির সদস্যদের কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সারা দেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সংস্থার সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার সই করা এ সংক্রান্ত চিঠি জেলা আইনজীবী সমিতি সমূহে প্রেরণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ কতিপয় দুর্বৃত্তের হাতে নির্মম্ভাবে হত্যাকান্ডের শিকার হন।
আরও পড়ুন: বিচারকদের নিয়ে অশোভন বক্তব্য, নওগাঁর পিপির অপসারণ দাবি
বাংলাদেশ বার কাউন্সিলের গত ২৯ নভেম্বর তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
বার কাউন্সিল সভায় মরহুমের স্মরণে আগামী ৫ ডিসেম্বর দেশের সকল আইনজীবী সমিতির সদস্যদেরকে কালো ব্যাজ ধারণ করার এবং সমিতিতে কালো পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ফলে আগামী ৫ ডিসেম্বর আইনজীবী সমিতির সকল সদস্য যেন কালো ব্যাজ ধারণ করেন এবং সমিতিতে যেন কালো পতাকা উত্তোলন করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব জলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।