সংস্কার আসুক আদালতের নাম ও বিচারকের পদবি ব্যবহারের প্রচলিত  রীতিতে
মতিউর রহমান; জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

অধস্তন আদালতের পরিবর্তে “স্থানীয় আদালত” নয়, হতে পারে “জেলা আদালত বা জেলা বিচার বিভাগ”

মতিউর রহমান: বিভিন্ন সংবাদ মাধ্যম হতে জানা যাচ্ছে যে, সংবিধান সংস্কার কমিশন অধস্তন আদালতের নাম পরিবর্তন করে ‘স্থানীয় আদালত” করার সুপারিশ করেছেন। অধস্তন আদালতের নাম পরিবর্তন বিষয়ক সুপারিশটি খুবই যৌক্তিক।

বিচারক, আইনজীবী, মিডিয়া ও সাধারণ মানুষ অধিকাংশই জেলা আদালতকে “নিম্ন আদালত” (Lower Court) হিসেবে সম্বোধন করেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ের আদালতের পূর্বে কেন ‘নিম্ন’ শব্দের সংযোজন করে সম্বোধন করা হয় সেটির যৌক্তিক ব্যাখ্যা কেউই দিতে পারেন না।

রাষ্ট্রের অন্যতম অঙ্গ বিচার বিভাগের কোন অংশই ‘নিম্ন’ হতে পারে না। সংবিধানে উল্লিখিত “অধস্তন আদালত” (Subordinate Court) শব্দের কারণে এই বিভ্রান্তি। আদালত প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণাধীন হওয়ায় প্রশাসনিক অধস্তন হতে পারে কিন্তু বিচারের ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্বাধীন এবং প্রজাতন্ত্রের সার্বভৌম বিচারিক ক্ষমতা প্রয়োগ করে। তাই শুধু প্রশাসনিক ধারণায় জেলা আদালতের পুরো নাম “অধস্তন আদালত” হওয়া সমীচীন নয়।

আরও পড়ুনসাইবার অপরাধ আইন বিশ্লেষণ ও মতামত 

সংবিধান সংস্কার কমিশন ‘স্থানীয় আদালত’ নামকরণের যে প্রস্তাব করেছে সেটিও কিছু বিভ্রান্তি ও অসুবিধা সৃষ্টি করতে পারে। সুপ্রীম কোর্ট ব্যাতীত অন্যান্য আদালতের প্রশাসনিক ও বিচারিক এখতিয়ার জেলা ও উপজেলা ভিত্তিক ভাগ করা হয়েছে।

এই আদালতগুলোর বিচারকদের পদবির নামকরণও ‘জেলা’ শব্দের সংযোজন করে করা হয়েছে। যেমন: জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ। সেই ক্ষেত্রে এই পদবিগুলোর নামকরণ কিভাবে হবে?

স্থানীয় জজ বা অতিরিক্ত স্থানীয় জজ এইভাবে? রাষ্ট্রের নির্বাহী বিভাগের জেলা পর্যায়ের অংশকে জেলা প্রশাসন নামে সম্বোধন করা হয়, নিম্ন প্রশাসন বা স্থানীয় প্রশাসন বলা হয় না। তাহলে, বিচার বিভাগের জেলা পর্যায়ের প্রতিষ্ঠানের নাম “জেলা বিচার বিভাগ বা জেলা আদালত” হওয়া যৌক্তিক নয় কি? জেলা ও দায়রা জজের প্রশাসনিক এখতিয়ারের অধীনেই উপজেলার এখতিয়ার সম্পন্ন আদালত গুলো থাকে তাই তা সামগ্রিকভাবে জেলা আদালতেরই অংশ।

মাননীয় প্রধান বিচারপতি মহোদয় অভিভাষণে অধস্তন আদালতকে “জেলা বিচার বিভাগ” হিসেবে সম্বোধন করেছেন সেইভাবেই নামকরণ হতে পারে। আমরা কিছুদিন পূর্বে ভারতের প্রধান বিচারপতির বক্তব্য শুনেছিলাম যেখানে তিনিও নিম্ন/অধস্তন আদালতের পরিবর্তে “জেলা বিচার বিভাগ” সম্বোধনের আহবান করেছিলেন। তাই সংস্কারের প্রাক্কালে সংবিধানে ‘অধস্তন আদালতের’ পরিবর্তে নামকরণের ক্ষেত্রে ‘স্থানীয় আদালত’ এর পরিবর্তে “জেলা আদালত বা জেলা বিচার বিভাগ” নামকরণ করা হলে অধিক স্পষ্ট, অর্থবহুল ও মানানসই হতে পারে।

লেখক: মতিউর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বাগেরহাট।