ফ্যাসিবাদী সরকার পালানোর পর গত এক বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এসব জানানো হয়।
এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদী আমলে নিয়োগপ্রাপ্ত অনেক আইন কর্মকর্তা পালিয়ে যায়। এর ফলে দেশের আদালতগুলোতে বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হয় এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মামলাগুলোতে প্রসিকিউশন ও বিচারক সংকটে জনগণের ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে।
এরপর বিগত এক বছরে সারাদেশে বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে ৪৮৮৯ জন সরকারি আইন কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেল অফিসে ২৭৪ জন অ্যাটর্নি নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে নতুন বিচারক ও প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৫ জন এবং হাইকোর্ট বিভাগে ২৩ জন নতুন বিচারপতি নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে।
সরকার বলছে, বিচার বিভাগে পর্যাপ্ত সংখ্যা নিশ্চিত হওয়ায় মামলা নিষ্পত্তির গতি বাড়বে, মামলার জট কমানো সম্ভব হচ্ছে এবং জনগণের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ হয়েছে। এটি দেশের বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনবে এবং একটি কার্যকর ও সক্রিয় আইনি পরিবেশ গড়ে তুলবে।