স্থায়ী নিয়োগ পাচ্ছেন হাইকোর্টের ৯ বিচারপতি, শপথ বিকেলে

আউটসোর্সিং নীতিমালায় নারী কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ৪৫ দিন কেন অবৈধ নয়

হাইকোর্টের রুল

আউটসোর্সিং প্রক্রিয়ায় নারী কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ৪৫ দিন দেওয়ার বিধান কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে একটি রিট দায়ের করেন। তিনি নিজেই আদালতে রিটের পক্ষে শুনানি করেন।

রুলে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালার ৫ (খ) (২), ৫ (ঙ) (৪) এবং ১১ (২) ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিবসহ সংশ্লিষ্ট চারজনকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, আউটসোর্সিং নীতিমালায় নারী কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি মাত্র ৪৫ দিন নির্ধারণ করা হয়েছে, যা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ছুটি (৬ মাস)-এর সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া কোম্পানির মাধ্যমে শ্রমিক নিয়োগ, কর্মচারীদের আর্থিক ও অন্যান্য সুবিধা প্রদান সংক্রান্ত ধারা নিয়েও প্রশ্ন তোলা হয়।

রিটে আদালতের কাছে আবেদন করা হয়—আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োজিত নারী কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা এবং বিদ্যমান আর্থিক ও সামাজিক সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশনা দিতে।

হাইকোর্ট রিটের শুনানি নিয়ে বিষয়টি খতিয়ে দেখে সরকারের কাছে ব্যাখ্যা তলব করেছে।