ব্রাজিলে বিচার বিভাগীয় সংস্কার ও রেস্টোরেটিভ জাস্টিস নিয়ে প্রধান বিচারপতির বৈঠক

বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ বর্তমানে ব্রাজিলে অবস্থান করছেন। তিনি National High Court of Brazil এর প্রধান বিচারপতি আন্তোনিও হারম্যান বেঞ্জামিনের আমন্ত্রণে “Exchanges on Matters of Mutual Judicial Interest, Particularly Concerning Institutional Reform, Environmental Justice, Judicial Independence, and Technological Innovation in the Administration of Justice” শীর্ষক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

গত ১২ সেপ্টেম্বর তিনি সাও পাওলোতে অবস্থিত প্যালাস দ্য জাস্টিসিয়া (Palácio da Justiça) পরিদর্শন করেন। এ সময় তিনি Court of Justice of São Paulo (TJSP)-এর প্রেসিডেন্ট ফার্নান্দো অ্যান্টোনিও টরেস গার্সিয়ার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষভাবে আলোচনায় উঠে আসে ফৌজদারি বিচার ব্যবস্থায় রেস্টোরেটিভ জাস্টিস (Restorative Justice) এর ব্যবহার বৃদ্ধি ও এর কার্যকর প্রয়োগের বিষয়টি। পাশাপাশি বিচার ব্যবস্থার দক্ষতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

পরিদর্শনকালে প্রধান বিচারপতি TJSP-এর ডাটা সেন্টার, ডিজিটাল আর্কাইভিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম ফৌজদারি আদালত সাও পাওলো ক্রিমিনাল কোর্ট পরিদর্শন করেন। সেখানে তিনি রেস্টোরেটিভ জাস্টিসের বাস্তব প্রয়োগ ও সুফল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।

বাংলাদেশের প্রধান বিচারপতির এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিচার বিভাগীয় সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন। সফরের পরবর্তী পর্যায়ে তিনি ব্রাজিলের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন আলোচনায় অংশ নেবেন, যা দুই দেশের বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।