বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন আহমেদ
বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন আহমেদ

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ আর নেই

বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট মোঃ সালাহউদ্দিন আহমেদ আজ রবিবার ভোর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। মরহুমের জানাজা আজ (রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫) বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমেদ ছিলেন দেশের একজন বিশিষ্ট আইনজীবী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। তিনি ১৩ এপ্রিল ২০০৮ থেকে ১৩ জানুয়ারি ২০০৯ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল সরকারের সঙ্গে একাধিক মতবিরোধের কারণে পদত্যাগ করলে, তার স্থলাভিষিক্ত হন সালাহউদ্দিন আহমেদ।

পরবর্তীতে ২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর প্রচলিত রেওয়াজ অনুযায়ী তিনি নতুন আইন মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। তার স্থলাভিষিক্ত হন মাহবুবে আলম।

শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী। ১৯৬৯ সালে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি সম্পন্ন করেন। পরের বছর ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে এলএল.এম ডিগ্রি অর্জন করেন।

১৯৭০-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। পাশাপাশি ড. কামাল হোসেনের সহযোগী হিসেবে আইন পেশায় যুক্ত হন এবং পরবর্তীতে বাংলাদেশের অন্যতম খ্যাতনামা আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

আইন অঙ্গনে তার অবদান এবং পেশাগত সততা সহকর্মীদের কাছে তাকে সম্মানিত করেছে। তার মৃত্যুতে দেশের আইনজীবী সমাজে গভীর শোক নেমে এসেছে।