পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
আইনি নোটিশ

ভারতীয় নিউজ চ্যানেল “আজ তাক বাংলা” কে নিষিদ্ধ ও অনলাইন কনটেন্ট ব্লক করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

ভারতীয় নিউজ চ্যানেল “আজ তাক বাংলা” (Aaj Tak Bangla) দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই চ্যানেল নিয়মিতভাবে ভুয়া, মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করছে, যার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মাহমুদুল হাসান সরকারকে একটি আইনি নোটিশ প্রদান করেছেন।

নোটিশটি রেজিস্ট্রি ডাক ও ইমেইলের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ভারত ইতোমধ্যেই নিজেদের নিরাপত্তার স্বার্থে বহু বাংলাদেশি ইউটিউব চ্যানেল, ভিডিও এবং অনলাইন কনটেন্ট ব্লক করেছে। বিশেষ করে ২০২৪ সালের বাংলাদেশের গণঅভ্যুত্থান সম্পর্কিত “July Uprising Video” ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তাই বাংলাদেশেরও রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এছাড়া নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩৯ অনুযায়ী জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা স্বীকৃত থাকলেও, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার্থে যৌক্তিক সীমাবদ্ধতা আরোপের সুযোগ রয়েছে। সেই আইনগত কর্তৃত্বের ভিত্তিতেই ভারতীয় নিউজ চ্যানেল “আজ তাক বাংলা” কে বাংলাদেশে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং এর অনলাইন কনটেন্ট ফেসবুক, ইউটিউব, টুইটার (এক্স) সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করতে হবে।

নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছে, উপরোক্ত দাবিসমূহ ১০ (দশ) দিনের মধ্যে কার্যকর না হলে সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে।