ঢাকা মহানগরের নতুন পিপি এহসানুল হক সমাজী
অ্যাডভোকেট এহসানুল হক সমাজী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা এহসানুল হক সমাজীর হোয়াটসঅ্যাপ নম্বর ‘হ্যাকড’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজীর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড (বেহাত) হয়েছে।

এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানা পুলিশকে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এহসানুল হক সমাজীর জিডিতে উল্লেখ করা হয়েছে, বুধবার দুপুরে উত্তরা মডেল থানার একজন পরিচয় বহনকারী এসআই হিসেবে ফোন করে তাঁর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।

ফোনটি গ্রহণ করার পর ওই ব্যক্তি জানায় যে সমাজীর মোবাইল থেকে সরকারবিরোধী তথ্য প্রচার হচ্ছে। পরে ওই পরিচয়ধারী ব্যক্তি একটি লিংক এবং পরবর্তীতে একটি কোড পাঠান।

কোডটি প্রবেশ করানোর কয়েকক্ষণ পর তিনি জানতে পারেন যে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হওয়া হয়েছে। এরপর থেকে তাঁর ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন পরিচিতজনের কাছে টাকা দাবি করা হচ্ছে বলে জিডিতে বলা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান বলেন, হ্যাকিং ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। দুর্যোগের পরিপ্রেক্ষিতে প্রযোজ্য আইনি ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত করতে রিলেভেন্ট ডিটেল যাচাই করা হচ্ছে।

জিডি অনুযায়ী, হ্যাকড হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে বিভিন্ন পরিচিতজনকে টাকা পাঠাতে অনুরোধ বা অর্থপ্রয়োজনের জাল বার্তা পাঠানো হচ্ছে।

এ বিষয়ে এহসানুল হক সমাজী গণমাধ্যমকে বলেন, “আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকিং করে যাঁরা আমার সম্মানহানি করেছেন, তাঁদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।”