কক্সবাজারে ৩১ হাজার ইয়াবা পাচারের মামলায় একজনের যাবজ্জীবন
এজলাস, কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের

কক্সবাজারে ৩ কোটি ৬০ লক্ষ টাকার ইয়াবা পাচারের মামলায় ৩ রোহিঙ্গার যাবজ্জীবন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় তিন রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. সেলিম (৩০), সৈয়দ করিম (২৩) এবং মো. মাহমুদুল হক (২০)। তিনজনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। রায় ঘোষণার সময় মো. সেলিম আদালতে উপস্থিত ছিলেন, অন্য দুইজন পলাতক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রেজা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন ফোরকান।

২০২২ সালের ১৪ সেপ্টেম্বর কক্সবাজার-টেকনাফ সড়কের থাইংখালী এলাকায় র‌্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করে।

তাদের কাছ থেকে প্রত্যেকের কাছে ৪০ হাজার করে মোট এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

এ ঘটনায় র‌্যাব-১৫ এর কর্মকর্তা নিকোল চাকমা বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নম্বর ছিল উখিয়া থানা মামলা নং ৫৩/২০২২, জিআর মামলা নং ১২০০/২০২২ এবং এসটি মামলা নং ২১৯২/২০২৩।

২০২৩ সালের ২৭ নভেম্বর অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয়। আদালতে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা এবং যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হয়।

বিচারক নিশাত সুলতানা আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পলাতক দুই আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণ করলে তাদের সাজা কার্যকর হবে বলে নির্দেশ দেওয়া হয়।