জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার-দেখানো হয়েছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) তাকে কারাগার থেকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার-দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ আবেদন মঞ্জুর করেন এবং গ্রেফতার-দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১১ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক পাপন কুমার শাহ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদের মালিক হন এবং তা নিজের দখলে রাখেন।
এছাড়া আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে উক্ত সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন, যা মানিলন্ডারিং অপরাধের আওতায় পড়ে।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর চেষ্টা করার সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।