বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশে প্রণীত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ অনুযায়ী এবং অর্থ বিভাগের গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠিত হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে নবগঠিত কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হক।

সভায় কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আইন কমিশনের সদস্য ড. নাইমা হক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এবং আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের কার্যপদ্ধতি নির্ধারণ এবং বিচারকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। এ ছাড়া মাননীয় প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনায় সিদ্ধান্ত হয় যে, আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে কমিশন অংশীজনদের (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, আইন কমিশন ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট) সঙ্গে মতবিনিময় সভা করবে। ওই সভায় বিচারকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে আলোচনা হবে।