প্রধান বিচারপতি বি আর গাভাই
ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই

ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা ছুড়ে মারলেন আইনজীবী

ভারতের সুপ্রিম কোর্টে এক বিরল ও অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছুড়ে মারেন ৭১ বছর বয়সী এক আইনজীবী, রাকেশ কিশোর। ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ১১টা ৩৫ মিনিটে আদালতের কক্ষ নম্বর ১-এ শুনানি চলাকালে।

দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা রাকেশ কিশোরকে আটক করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করে। তিনি ময়ূর বিহার এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য। পরে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়, কারণ সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ঘটনাটি গুরুতর হলেও, আদালতের পক্ষ থেকে অভিযোগ না আসায় আপাতত কোনো মামলা করা হয়নি। বিষয়টি তদন্তাধীন।”

জানা গেছে, সম্প্রতি মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দিরে ‘ভগবান বিষ্ণু’র একটি মূর্তি পুনর্নির্মাণের আবেদন খারিজ করার সময় প্রধান বিচারপতি গাভাইয়ের মন্তব্যে ওই আইনজীবী ক্ষুব্ধ হন। বিচারপতি তখন বলেছিলেন, “এটি প্রচারের স্বার্থে করা মামলা। আপনি দেবতার প্রতি ভক্ত হলে প্রার্থনা করুন, ধ্যান করুন।”

এই মন্তব্যের পর থেকেই রাকেশ কিশোর ক্ষুব্ধ ছিলেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে ঘটনার সময়ও প্রধান বিচারপতি গাভাই শান্ত থাকেন এবং উপস্থিত আইনজীবীদের বলেন, “এইসব দেখে বিভ্রান্ত হবেন না। আমরা বিভ্রান্ত নই। এসব ঘটনা আমার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না।” এরপর আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

প্রধান বিচারপতি গাভাই বর্তমানে দিল্লি পুলিশের দেওয়া ‘জেড প্লাস’ নিরাপত্তার আওতায় আছেন। দিল্লি পুলিশ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে যোগাযোগ করেছে।

এই ঘটনায় আদালতের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে আদালতে প্রবেশের সময় জুতার মতো বস্তু কিভাবে ভিতরে প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।