দেশের সবচেয়ে পুরনো মোবাইল অপারেটর সিটিসেলকে বিটিআরসির প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি টাকা অনতিবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সিটিসেলের এক আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ মঙ্গলবার (২২ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বকেয়া পরিশোধে সিটিসেলকে এক মাস সময় দিয়েছিনে আদালত। বেধে দেয়া সেই সময় অতিবাহিত হলে সিটিসেল আবারও সময়ের আবেদন করলে তা খারিজ করে দিয়ে এই রায় দেন আপিল বিভাগ।
আদালতে শুনানিতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই রাকিব। সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।