সুপ্রিম কোর্ট দিবস

‘রাষ্ট্রের উন্নয়নে বিচারক ও আইনজীবী সমাজের অবদান অনস্বীকার্য’

রাষ্ট্রের উন্নয়নের জন্য বিচারক ও আইনজীবী সমাজের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি তার বক্তব্যে বলেছেন, বিচারকদের সিদ্ধান্ত নির্ভর করে আইনজীবী কতটা যুক্তিপূর্ণভাবে তার মামলা এবং উচ্চ আদালতের পূর্ব নজির বিচারকদের সামনে উপস্থাপন করতে পারলেন, তার ওপর। তাই বার (আইনজীবী) সমৃদ্ধ না হলে বিচারকদের কাছ থেকেও সবসময় সমৃদ্ধ রায় আসা করা যায় না।’

সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, আইনমন্ত্রী আনিসুল হল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার প্রমুখ।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম