মন্ত্রিপরিষদ বৈঠক

লাইসেন্স ছাড়া মানসিক হাসপাতাল নির্মাণ করলে জেল-জরিমানা

লাইসেন্স ছাড়া দেশের কোথাও মানসিক হাসপাতাল নির্মাণ করলে জেল-জরিমানার বিধান রেখে মানসিক স্বাস্থ্য আইন-২০১৭-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

আজ বুধবার (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

পরে বিকালে সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘নতুন এ আইনের অধীনে প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরকার মানসিক হাসপাতাল নির্মাণ করবে। তবে বেসরকারি পর্যায়েও কেউ যদি মানসিক হাসপাতাল নির্মাণ করতে চায়, তাহলে এ আইনের অধীনে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কেউ হাসপাতাল প্রতিষ্ঠা করলে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী তার পাঁচ লাখ টাকা জরিমানা, তিন বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হবে। কেউ দ্বিতীয়বারের মতো একই অপরাধ করলে তাকে ২০ লাখ টাকা জরিমানা ও ৫ বছরের দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘মানসিক রোগীর সঙ্গে কোনও প্রতারণা করলে বা তার অনিষ্ঠ করলে এর জন্য দুই বছরের দণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এই আইন বাস্তবায়ন করতে জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং সবাজসেবা উপ-পরিচালকের সমন্বয়ে একটি রিভিউ কমিটি গঠন করা হবে।’

এছাড়া, যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না, তাদের মানসিক রোগী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম