নাগেশ্বরীতে হাফিজুর রহমানের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী!

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় হাফিজুর রহমান বাবু, তার ভাই মোস্তাফিজুর রহমান (বকুল) ও ছেলে হাসিবুর রহমান হাসিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের নিকট অভিযোগপত্র দিয়েছে গ্রামবাসী।

গত বুধবার (৩১ অক্টোবর) দুপুর ২ টার দিকে এ অভিযোগপত্র দেয়া হয়। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- নূর মোহাম্মদ, মো. সাইবুল্লাহ, নুর মোহাম্মদ।

এলাকাবাসীর দেয়া অভিযোগ পত্রে বলা হয়েছে, “হাফিজুর রহমান বাবু গ্রামবাসীর জমি দখল, জীবন নাশের হুমকি, মানুষকে বিভিন্ন সময় মিথ্যা মামলা ও জিডি দিয়ে হয়রানী এবং চাকরি দেয়ার কথা বলে নিরীহ গ্রামবাসী থেকে টাকা হাতিয়ে নেন। এ ব্যাপারে গ্রামবাসী প্রতিবাদ করলে হাজিফুর রহমান বাবুর ছোট ভাই মোস্তাফিজুর রহমান (বকুল) বলেন, ‘এ গ্রামে আমরা দীর্ঘদিন যাবত শাসন করে আসছি, এখনো শাসন করবো। এতে কেউ বাধা প্রার্থী হলে তাকে আমরা বিভিন্ন দিক থেকে ক্ষতি করবো।’

এদিকে, হাফিজুর রহমান বাবু নিজেকে নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দাবি করেন।

উপজেলার বালাশিপাড়া গ্রামের মো. আবুল হাশেম, মালভাঙ্গা গ্রামের মো. ওসমান গণী হাফিজুর রাহমানের ঘনিষ্ঠ সহচর। তিনজন এসঙ্গে নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।

তাদের অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়া এবং সুবিচারের জন্য আপনার কাছে স্মরণাপন্ন হলাম। হাফিজুর রহমান বাবু দীর্ঘদিন আমাদের ওপর অত্যাচার করে আসছে। বর্তমানে তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে হুমকির মুখে আছি। সে অথবা তার পরিবার আমাদের পরিবারের ওপর যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। তার অত্যাচার হতে মুক্তির জন্য আইনগত সহায়তাসহ আপনার কাছে সুবিচার দাবি জানাচ্ছি।”