বাংলাদেশের সর্বোচ্চ আদালত

পাঁচ দিনের মধ্যে ২৪ বিচারকের এসিআর চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন

আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে অধস্তন (নিম্ন) আদালতের ২৪ জন বিচারকের বার্ষিক গোপনীয় অনুবেদন (এ.সি.আর) চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ সোমবার (২২ জুলাই) হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে যুগ্ম জেলা ও দায়রা জজ হতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির প্যানেল প্রণয়নের বিষয়টি অত্র কোর্টে প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্যানেল প্রণয়নের বিষয়টি নিষ্পত্তির জন্য উল্লিখিত ২৪ জন যুগ্ম জেলা ও দায়রা জজের সম্পূর্ণ বার্ষিক গোপনীয় অনুবেদন (এ.সি.আর) এখনো হাতে পায়নি সুপ্রিম কোর্ট প্রশাসন। এমতাবস্থায় আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে উল্লেখিত যুগ্ম জেলা ও দায়রা জজের এসিআর প্রেরণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।