কারাদণ্ডের বদলে ৬ মাস বিনা বেতনে গান শেখানোর 'সাজা'
আদালত (প্রতীকী ছবি)

মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে বিশ হাজার টাকা জরিমানা

মিথ্যা মামলা দায়েরের জন্য বাদীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে পাবনার ঈশ্বরদী সিনিয়র সহকারী জজ এবং পারিবারিক আদালত।

আজ একটি পারিবারিক মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে আদালতের বিচারক এস, এম, শরিয়ত উল্লাহ্‌ এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, দেনমোহর ও ভরণপোষণ আদায়ের জন্য বাদী গত ২১/০৫/১৬ খ্রি তারিখে পারিবারিক ২১/১৬নং মামলাটি দায়ের করেন। গত ২৫/১১/১৯ খ্রি তারিখে উভয়পক্ষের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন শেষ হলে আদালত যুক্তিতর্ক শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। ঈশ্বরদী সিনিয়র সহকারী জজ এবং পারিবারিক আদালতের বিচারক এস, এম, শরিয়ত উল্লাহ্‌ যুক্তিতর্ক শুনানি অন্তে মামলাটি খারিজ করেন।

দেনমোহর এবং ভরণপোষণ পাওয়া সত্ত্বেও মিথ্যা ও হয়রানিকর মামলা দায়ের এর অভিযোগে বাদীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা বিবাদীকে প্রদানের নির্দেশ দেন।