আকবর হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড

আকবর হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন

খুলনা: খুলনার কয়রা উপজেলার আকবর হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-মামুন গাজী, মোশারফ হোসেন, নুরু রহমান, শেখ সাজিদুর রহমান ও শেখ মতিয়ার রহমান। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্তের জেরে ২০১৩ সালের ২৬ জুলাই ভোরে আকবর আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন। মামলা চলাকালে শেখ কামরুল ইসলাম নামে এক আসামির মৃত্যু হয়। পরে তদন্ত শেষে পুলিশ বাকি পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। মামলার ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার পাঁচ আসামিকে এ সাজা দেন আদালত।