আদালত (প্রতীকী)
ভার্চুয়াল আদালত (প্রতীকী)

ভার্চুয়াল শুনানির মাধ্যমে সারাদেশে অধস্তন আদালতে ১৬০৪ জনের জামিন

ভার্চুয়াল শুনানির মাধ্যমে আজ সারাদেশে অধস্তন আদালতে এক হাজার ৬০৪ জন হাজতি ও অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১২ এপ্রিল) থেকে করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন আবেদন এবং জরুরি ফৌজদারির দরখাস্ত শুনানি হয়।

শুনানিতে ২৪৩৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ১৬০৪ জন হাজতি অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর করেন আদালত।