এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ
সুপ্রিম কোর্ট

বুধবার ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটিতে থাকবে সুপ্রিম কোর্ট

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি মঙ্গলবারের (১৯ অক্টোবর) পরিবর্তে বুধবার (২০ অক্টোবর) পুনঃনির্ধারিত হওয়ায় আদালতের ছুটিতেও পরিবর্তন এসেছে।

এ কারণে মঙ্গলবার নিম্ন আদালত খোলা থাকলেও উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকবে।

কিন্তু এদিন খোলা থাকবে হাইকোর্ট ও আপিল বিভগের অফিস। পাশাপাশি বুধবার সরকারি ছুটিতে থাকবে সুপ্রিম কোর্ট।

এ বিষয়ে রোববার (১৭ অক্টোবর) পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের বিষয়ে জারি করা বিজ্ঞপ্তির ভাষ্যমতে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর সরকারি ছুটি পুনঃনির্ধারিত হওয়ায় ১৯ মঙ্গলবারের পরিবর্তে ছুটি বুধবার পুনঃনির্ধারণ করা হলো। এমতবস্থায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি ঘোষণা করা হলো এবং এদিন উভয় বিভাগের অফিস খোলা থাকবে।

নিম্ন আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর সরকারি ছুটি পুনঃনির্ধারিত হওয়ায় দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের ছুটির নির্ধারিত তারিখ ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর পুনঃনির্ধারণ করা হলো।

এমতবস্থায় মঙ্গলবার কর্মদিবস হিসেবে দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনাল এবং অফিস খোলা থাকবে।