আবদুল হামিদ: দণ্ডবিধির ৩৪০ ধারা অনুসারে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাহিরে গমনে নিরত করার জন্য অবৈধভাবে বাধা দান করে সেই ব্যক্তি ঐ ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে বলিয়া গণ্য হইবে।
দণ্ডবিধির ৩৪২ ধারায় অবৈধ অবরোধ করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ এক বৎসর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ডে যাহার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হইতে পারে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবে।
ফৌজদারী কার্যবিধি অনুসারে ৩৪২ ধারায় অপরাধ জামিনযোগ্য অপরাধ এবং যে কোনো ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের বিচার করিতে পারেন।
লেখক : জেলা ও দায়রা জজ