অর্পিত সম্পত্তি আইনের কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদনের ওপর কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ২০১১ সালে জারি করা রুল নিষ্পত্তি করেছেন। তবে কি পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়েছেন তা পূর্ণাঙ্গ রায়ে পাওয়া যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ রায়ের ফলে সরকারের দখলে থাকা হাজার হাজার কোটি টাকা মূল্যের অর্পিত সম্পত্তির ভাগ্য নির্ধারিত হবে। সাতক্ষীরার জনৈক আবদুল হাইয়ের করা এক রিট আবেদনে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
মামলায় হাইকোর্টে অ্যামিকাস কিউরি হিসেবে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফিদা এম কামাল, অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
সুপ্রিম কোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম