ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের মুখে অবশেষে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ।
আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জিও নিউজ উর্দু জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে জাহিদ হামিদ তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী আজই আইনমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করবেন বলে দেশটির উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
পদত্যাগ পত্রে হামিদ লিখেছেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় আমি ব্যক্তিগতভাবে ক্ষমতা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
নির্বাচনী আইনে শপথ নামায় খতমে নবুওয়াত প্রসঙ্গ পরিবর্তন বিষয়ে তার তেমন ভূমিকা ছিল না। আইনটি সংসদীয় কমিটি অনুমোদন করে। তবে দেশকে সঙ্কটের মুখ থেকে বাঁচানোর জন্য তিনি পদত্যাগ করেছেন বলে জাহিদ হামিদ জানান।
আইনমন্ত্রী জাহিদ হামিদের বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েক সপ্তাহ আগ থেকে বিক্ষোভ শুরু করে দেশটির ইসলামপন্থীরা। তার অপসারণের দাবিতে তখন থেকেই তারা ফইজাবাদ হাইওয়ের মোড়ে অবস্থান নেয়। কয়েকদিনের অবস্থানের পর শুক্রবার ব্যাপক সংঘর্ষে রুপ নেয়। এতে ৫ জন নিহত ও কয়েক শতাধিক আহত হয়।
পরবর্তীতে দেশটির করাচিসহ আরো কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত শনিবার রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী তলব করা হয়। চাপের মুখে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন জাহিদ হামিদ।
আন্তর্জাতিক ডেস্ক/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম