আবদুল হামিদ: সাধারণত কোন ব্যক্তিকে আদালতে হাজির করার আদেশকে পরওয়ানা বলা হয়। পরওয়ানা গ্রেফতার ও খানাতল্লাশীর জন্য হইতে পারে।
ফৌজদারী কার্যবিধির ৭৫ হইতে ৭৬ ধারায় গ্রেপ্তারি পরওয়ানা সম্পর্কে এবং ৯৬ ধারা হইতে ১০৩ ধারা পর্যন্ত খানাতল্লাশী সম্পর্কে বিধান বর্ণিত হইয়াছে।
লেখক: জেলা ও দায়রা জজ