আইন কোষ
আইন কোষ (প্রতীকী ছবি)

Witness: এর অর্থ সাক্ষী

আবদুল হামিদ: সাক্ষী আইনের ১১৮ ধারা হইতে ১৩৪ ধারায় কে বা কাহারা সাক্ষী দেওয়ার যোগ্য বা সাক্ষী দিতে পারে সেই সম্পর্কে বলা হইয়াছে এবং ১৩৫ ধারা হইতে ১৬৫ ধারা পর্যন্ত সাক্ষী জবানবন্দী এবং পুনঃজবানবন্দী সম্পর্কে বিধান বর্ণিত হইয়াছে।

সাক্ষ্য আইনের ১১৮ ধারা অনুসারে সব ব্যক্তিই সাক্ষ্য দেওয়ার যোগ্যতাসম্পন্ন যদি না আদালত মনে করেন যে কোনো ব্যক্তির অল্প বয়স, অতিবৃদ্ধ, দৈহিক ও মানসিক ব্যাধি বা অনুরূপ অন্য কোনো কারণে তাহাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝিতে এবং সেই প্রশ্নের যুক্তিসংগত উত্তর দিতে অক্ষম।

লেখক: জেলা ও দায়রা জজ