দুর্নীতি দমন কমিশন (দুদক) - এর প্রধান কার্যালয়

স্ত্রীসহ এসপি সুভাসকে জিজ্ঞাসাবাদে দুদকের তলব

অবৈধ সম্পদ অজর্নের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় পুলিশ সুপার (এসপি) সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রীণা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১১ ডিসেম্বর) দুদকের নিভর্রশীল একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সুপার (এসপি) সুভাস চন্দ্র সাহা (ফাইল ছবি)

সূত্রটি জানায়, গত সপ্তাহে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ সই করা চিঠিতে তাদেরকে আগামী ১৩ ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, পুলিশ সুপার ও তার স্ত্রীকে স্থাবর-অস্থাবর মালিকানা সংক্রান্ত দলিলাদি, ব্যাংক হিসাবের শুরু থেকে হালনাগাদ বিবরণী, দায়-দেনা ও আয়ের উৎস সংক্রান্ত রেকর্ডপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

অবৈধভাবে অর্জিত ওয়ান ব্যাংকের ১৯টি এফডিআরে সাড়ে ৮ কোটি টাকা পাওয়ায় ২৪ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

নগর প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম