কুষ্টিয়ায় আইনজীবীদের নতুন সংগঠন ল’ইয়ার্স ক্লাব কুষ্টিয়ার আত্মপ্রকাশ

‘মানুষ মানুষের জন্য’-এ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জেলায় কর্মরত পেশাজীবী আইনজীবীদের নতুন সংগঠন ল’ইয়ার্স ক্লাব কুষ্টিয়া’র আত্মপ্রকাশ ঘটেছে।

গতকাল ১৮ ডিসেম্বর কুষ্টিয়া আদালত চত্তরে অবস্থিত বিশিষ্ট আইনজীবী হাসানুল আসকার হাসু’র চেম্বারে এক আলোচনা সভার মাধ্যমে স্বতস্ফূর্তভাবে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। প্রাথমিকভাবে ৪১ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। এ কমিটির আহবায়ক নির্বাচিত হন এ সংগঠনের স্বপ্নদ্রষ্টা হাসানুল আসকার হাসু ও সদস্য সচিব নির্বাচিত হন পি.এম. সিরাজুল ইসলাম (সিরাজ প্রামাণিক)।

কমিটির যুগ্ম আহবায়ক হন দেওয়ান মাসুদ করিম মিঠু, ইকবাল হোসেন টুকু, সাইদুল ইসলাম খান খোকন, খলিলুর রহমান, এনামুল হক। অর্থ সচিব হন আব্দুর রউফ। আহবায়ক কমিটির সদস্যরা হলেন-মঞ্জুরুল ইসলাম (বেলাল), আসলাম পারভেজ, মফিজুল ইসলাম, সুলতানা বেগম মমো, হাসানুল বান্না, সেলিম সোহরাব খান, আইনাল হক, আবুল হাসনাত মিন্টু, আব্দুল্লাহ আল মামুন (মোহন), সৌমিত্রা বিশ্বাস, মীর আহম্মেদ মনির, রাজীব আহসান, মীর আশরাফুল ইসলাম নয়ন, মারুফ বিল্লাহ, রাকিবুজ্জামান রানা, শারমিন সুলতানা, শামীম হোসেন, আখতার মাহমুদ সাগর, জুয়েল রানা, নুরুল ইসলাম (নুরুল), সাইফুল ইসলাম দীপু, আল-আমিন, আমিনুর রশিদ লালন, রোকনুজ্জামান (সাজু), নাসির উদ্দিন (জুয়েল), সুদীপ্ত সিংহ, আনতাস ছামিউল আলিম, শাহনেওয়াজ জ্বাকী, বশির উদ্দিন, সামছুন নাহার (সীমা), খন্দকার তরিকুল ইসলাম, শারমিন আরা, নাজিম উদ্দিন। অচিরেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্যে দিয়ে এ সংগঠন তাঁদের লক্ষ্য, উদ্দেশ্যে পৌঁছাবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

কুষ্টিয়া প্রতিনিধি/ ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম