সুপ্রিমকোর্ট বারের সদস্য হতে আবেদনকারী আইনজীবীদের সাক্ষাৎকার ২০ জানুয়ারি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ গ্রহণে আবেদনকারী আইনজীবীদের সাক্ষাৎকার আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমিতির সভাকক্ষে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারে সিরিয়াল ১ থেকে ৫০০ পর্যন্ত আবেদনকারী আইনজীবীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

আজ সোমবার (১৫ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ. এম. মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বারের সদস্য পদ গ্রহণে আবেদনপত্র জমা দিয়েছেন তাঁদের সাক্ষাৎকার আগামী শনিবার (২০ জানুয়ারি) সকাল দশটা থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে, সাক্ষাৎকারের সময় মূল সার্টিফিকেটসহ যথাসময়ে আবেদনকারী আইনজীবীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কুমার দেবুল দে বলেন, ঐ দিন (২০ জানুয়ারি) বারের সদস্য পদ গ্রহণে আবেদনকারী ৫০০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। এছাড়া আবেদনকারী বাকি আইনজীবীদের সাক্ষাৎকারের সময় ও স্থান পরবর্তীতে নোটিশ দিয়ে জানানো হবে।

সাক্ষাৎকারের জন্য বিবেচিত ৫০০ আইনজীবীর নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম