ফেনী বারে সভাপতি-সম্পাদকসহ ৭ পদে আ’লীগ, ৮ পদে বিএনপি সমর্থিতরা জয়ী

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭ পদে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল এবং সহ-সভাপতি সহ ৮ পদে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থীরা জয়ী হয়েছেন।

গতকাল শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ২শ ৪৩ ভোটারের মধ্যে ২শ ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পিপি হাফেজ আহম্মদ ১শ ১৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে মো: শামছুল হুদা ১শ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি পদে মো: আবুল বশর চৌধুরী ১শ ১০ ও সাধারণ সম্পাদক পদে মো: শহীদুল ইসলাম ৯৮ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদের দুটির একটিতে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের মোহাম্মদ ইসহাক ১শ ১৫ ও অপরটিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের হৃষিকেশ মজুমদার ১শ ২ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের আ.ফ.ম আহসান উল্যাহ ৯৯ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের নুরুল ইসলাম (২) ৯৮ ভোট পেয়েছেন।

যুগ্ম-সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ বেলায়েত হোসেন ১শ ২৫ ভোট, প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ হানিফ মজুমদার ৯৬ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের শরফুদ্দিন আহাম্মদ ডালিম ১শ ১৮ ভোট, প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ মুজিবুর রহমান ১শ ৭ ভোট, অডিটর পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো: ওমর ফারুক ভূঁইয়া শিপলু ১শ ২৬ ভোট, প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের এমদাদ হোসাইন ১শ ৪ ভোট, অর্থ সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের কামরুজ্জামান ১শ ২৫ ভোট, প্রতিদ্বন্ধী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবদুল ওহাব দুলাল ১শ ৩ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের নুরুল আনোয়ার ভূঞা ১শ ২২ ভোট, প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পিয়াস মজুমদার ১শ ৩ ভোট পেয়েছেন।

এছাড়া ৬টি সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সাইফুদ্দীন শাহীন ১শ ২৯ ভোট, সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের বোরহান উদ্দিন চৌধুরী ১শ ২২ ভোট, কাজী মোহাম্মদ শাহজালাল ১শ ২০ ভোট, রেজাউল করিম তুহিন ১শ ১৬ ভোট, ফারহান নুর ফাহিম ১শ ১৬ ভোট, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের বাদল চন্দ্র দেবনাথ ১শ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো: নুরুল আলম ১শ ১১ ভোট, মিজানুর রহমান ফিরোজ ১শ ১৩ ভোট, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের মাসুদুর রহমান ১শ ১৩, মো: আরশাদ আলী ভূঞা ১শ ৪ ভোট, শিপন কুমার বিশ্বাস ৭৭ ও মো: আমির হোসেন সুমন ৮০ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সমিতির সভাপতি ফরিদ আহম্মদ হাজারী ও সাধারণ সম্পাদক ফয়েজুল হক মিলকী।

জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম