জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রতিটি পুলিশ সদস্যই কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন বাহিনীটির নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদরদফতরে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিদায়ী আইজিপি একেএম শহীদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন আইজিপি।
তার দায়িত্ব গ্রহণের পরই সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারী বলেন, নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ।
নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন কি-না, এমন আরেক প্রশ্নের জবাবে নয়া আইজিপি বলেন, পুলিশের প্রতিটি দিনই একেকটি চ্যালেঞ্জ। নির্বাচনের সময় অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নগর প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম