অবশেষে দেশের ২২তম প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হচ্ছে। দু’একদিনের মধ্যেই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বিতীয় জ্যৈষ্ঠ বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া অনেকটা নিশ্চিত। নিয়োগের পর আগামী রবি অথবা সোমবার প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে।
বর্তমানে আপিল বিভাগের দ্বিতীয় জৈষ্ঠ বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। গত ১০ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন বিচারপতি এসকে সিনহা।