ভারতের সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলার এজলাস চলছে। আর সেই মামলার শুনানি সরাসরি কোর্ট রুম থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলাগুলির লাইভ টিভি কভারেজ। ঠিক যেমন ভাবে লোকসভা ও রাজ্যসভার অধিবেশগুলির লাইভ কভারেজ হয়। দেশটির সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন একটি বেঞ্চ শুক্রবার এ বিষয়ে দেশের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের সহযোগিতা চেয়েছেন।
শীর্ষ আদালতের কাছে প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল তথা প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ এই সংক্রান্ত একটি আর্জি জানিয়েছিলেন। সেখানে তিনি জানান, সুপ্রিম কোর্টে চলা কয়েকটি মামলা, যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজলাস থেকে তা শুনানির সরাসরি এবং রেকর্ড করা ভিডিওর টেলিভিশন সম্প্রচার করা হোক।
পাশাপাশি তাঁর আর্জি, এ ব্যাপারে একটি গাইডলাইন তৈরি করুক সুপ্রিম কোর্ট। তাতে ঠিক হোক, কোন কোন মামলার শুনানি এজলাস থেকে টিভিতে সরাসরি সম্প্রচার করা সম্ভব বা কোন কোন শুনানির ভিডিও রেকর্ডিং করা যাবে। এটা শীর্ষ আদালতের কাজকর্মের স্বচ্ছতা সম্পর্কে আমজনতার বিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
দেশের প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল জয়সিংহ বলেছেন, ‘‘আমি যেমন আমার মামলার শুনানিতে জানতে পারি, বুঝতে পারি জল কোন দিকে গড়াচ্ছে, তেমনই সেটা জানার অধিকার রয়েছে আমজনতারও। যে মামলাগুলির রায়ের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপরে, আদালত কেন সেগুলির রায় এমন দিল, তা জানতে চাওয়ার অধিকার থাকা উচিত আমজনতার।’’ দেশের প্রবীণ আইনজীবীদের একটি অংশ প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেলের এই আর্জিকে সমর্থন করছেন।
ওই আর্জির শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, ‘‘চাই না, সব মামলার সরাসরি টিভি সম্প্রচার হোক। কিন্তু সাংবিধানিক বেঞ্চে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার সরাসরি সম্প্রচার খুবই প্রয়োজন।’’ আর সে কারণেই তিনি বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের সহযোগিতা চেয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।